ঢাকা, বুধবার, ১৫ মে, ২০২৪

সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান হয়েছেন জাহাঙ্গীর হোসেন

হাইকোর্ট বিভাগের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান হয়েছেন। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) এ খবর নিশ্চিত করেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী।


তিনি বলেন, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দীকীর নির্দেশে ৯ ফেব্রুয়ারি বিচারপতি জাহাঙ্গীর হোসেনকে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির নতুন চেয়ারম্যান করা হয়।


লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিচারপতি এম. ইনায়েতুর রহীম সম্প্রতি আপিল বিভাগে নিয়োগ পাওয়ায় তার স্থলাভিষিক্ত করা হয়েছে বিচারপতি জাহাঙ্গীর হোসেনকে।


উল্লেখ্য, ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর বার্ষিক আয় দেড়লাখ টাকার ঊর্ধ্বে নয় এমন ব্যক্তিদের বিনামূল্যে আইনি সেবা দিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসটি। এর উদ্বোধন করেন তৎকালীন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চেয়ারম্যান ও হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. নিজামুল হক নাসিম কমিটির প্রথম চেয়ারম্যান হয়েছিলেন।

ads

Our Facebook Page